যেমন যাচ্ছে মোমেন-মুক্তাদিরের দিন

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-05 21:01:52

নির্বাচনী প্রচারণার বন্ধে বেশিরভাগ সময়ই বাসায় কাটাচ্ছেন সিলেট-১ আসেন নৌকার প্রার্থী ড. একে আব্দুল মোমেন এবং ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন। জুমার নামাজ পড়েছেন সিলেট নগরীর সুবহানীঘাট শাহজালাল ইয়াকুবিয়া দারুসসুন্নাহ মাদরাসা মসজিদে। উপজেলার কান্দিাগাও ইউনিয়নে দু'পক্ষের মারামরিতে নিহত আওয়ামী লীগকর্মী কওসর আহমদের মরদেহ দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তিনি। এরপর থেকেই বাসায় অবস্থান করছেন আব্দুল মোমেন।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির দুপুর পর্যন্ত নিজ বাসায় ছিলেন। জুমার জামার নামাজ আদায় করেছেন সিলেট বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর নিজ বাসায় অবস্থান করছেন। সেখানে ঢাকা থেকে আস সংবাদকর্মীদের সময় দিচ্ছেন মুক্তাদির।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের এ কে আব্দুল মোমেন বলেন, `আমরা শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি, ৩০ তারিখ সিলেটসহ সারাদেশে জনগণ নৌকায় ভোট দেবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।'

খন্দকার মুক্তাদির বন্দরবাজার মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, `ভোট যাকে ইচ্ছে তাকে দিন, তবুও ভোটারদের কেন্দ্রে যাওায়ার অনুরোধ জানাচ্ছি।'

এ সম্পর্কিত আরও খবর