চাঁদপুরে নতুন টু হুইলার নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর বার্তা২৪.কম | 2023-08-31 06:16:17

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে নতুন টু হুইলার নিয়ে মহড়া করেছে ফায়ার স্টেশনের দমকল বাহিনী।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তাদের মহড়া দিতে দেখা গেছে। মহড়ায় তারা নতুন টু হুইলার (মোটরসাইকেল) নিয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা ছিদ্দকুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনী মহড়া করেছি। প্রস্তুতি সম্পন্ন।’

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী ফরিদ আহম্মেদ বলেন, ‘নির্বাচন উপলক্ষে চাঁদপুরের প্রত্যক স্টেশনে টু হুইলার দেয়া হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের তিনটিতে দুইটি করে আর বাকি সব স্টেশনে তিনটি করে টু হুইলার দেওয়া হয়েছে। নতুন করে জনবল বাড়ানো হয়নি। জেলার সব কয়টি স্টেশনে নির্বাচনের প্রস্তুতি নেয়া সম্পন্ন হয়েছে।’

জেলার পাঁচটি নির্বাচনী আসনে অটটি উপজেলা, সাতটি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন রয়েছে। ৬৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৪৮১টি বুথ রয়েছে। এতে ১৮ লাখ ৭ হাজার ৯৮৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ১২ হাজার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং ৮ হাজার ১০০ আনসার ও ভিডিপি ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর