ঢাকায় ইভিএম মেশিন বিতরণ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 18:35:44

একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে ঢাকা-১৩ আসনের ১৩৪টি কেন্দ্রে ৭০০টি ভোট কক্ষের জন্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ চলছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রিজাইডিং অফিসারদের মধ্যে ইভিএমের যন্ত্রাংশ বিতরণ শুরু হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফৌজিয়া রহমমান বলেন, ‘আমরা এখান থেকে ঢাকা-১৩ আসনের ১৩৪টি কেন্দ্রের ইভিএমের প্রয়োজনীয় সব ডিভাইস যেমন- কন্ট্রোল ইউনিট, ব্যলট ইউনিট, ব্যাটারি, থার্মাল পেপার বিতরণ করছি। বিশেষ করে ইভিএম কার্ড, পোলিং কার্ড, যেগুলো দিয়ে মূলত ইভিএম ভোটিং হবে তা আমরা সবকিছু এখান থেকেই দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ দুপুর ৩টার মধ্যে প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে গিয়ে ইভিএমের মেশিনগুলো ঠিক আছে কিনা তা আমাদের কাছে রিপোর্ট করবেন। যদি কোন ত্রুটি থাকে তাহলে তা আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং তারা সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেবেন।’

এছাড়া যে কোন সমস্যা সমাধানের জন্য সেনাবাহিনীর চৌকশ টেকনিক্যাল টিম কাজ করবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর