সিলেটে ভোটকেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছানোর প্রস্তুতি

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-26 19:07:00

সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে প্রস্তুত নির্বাচনী মালামাল পরিবহনের জন্য যানবাহন। এখন সরঞ্জামাদি সংগ্রহের অপেক্ষায় কর্মকর্তা ও সহায়তাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জড় হচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। ডিসি অফিসের সামনে প্রস্তুত নির্বাচনী মালামাল পরিবহনের জন্য যানবাহন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ব্যস্ত জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ। মালামাল নিয়ে নির্দিষ্ট কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছেন আনসার সদস্যরা।

ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও নির্বাচনী ডামাডোলের মধ্যে শেষ হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। এবার চূড়ান্ত ভোট যুদ্ধ।

উল্লেখ্য, রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এ সম্পর্কিত আরও খবর