বাগেরহাটের ৪৬৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদী

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-21 17:24:28

রোববার ৩০ ডিসেম্বর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন শেষ মুর্হূতের ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের নির্বাচনী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সকল সরঞ্জামাদী। নির্বাচনী বিধি নিষেধ মেনে চলতে সকাল থেকে সর্বত্র চলছে মাইকিং করে প্রচারণা। বাগেরহাটের ৪টি আসন জুড়ে নৌ বাহিনী, সেনা বাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্তি পুলিশ মোতায়েনসহ পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নি কর্মকর্তা তপন কুমার বিশ্বাস।

বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট বাক্স, ব্যালট পেপার, নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়ার কাজ শুরু হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটের চারটি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৬৮টি। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর