বিশেষ নিরাপত্তায় নির্বাচন কমিশন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:53:29

ভোটগ্রহণের আগের দিন আজ শনিবার সকাল থেকেই নির্বাচন কমিশনের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। বিকাল থেকে সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় সেনাবাহিনী মোতায়নের মাধ্যমে।

পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা কমিশন ভবনের চারপাশে নিয়েছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিট।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন চত্বর, মূল ফটক ও ভবনে ঢুকতে কয়েক স্তরের নিরাপত্তা দেখা গেছে। নির্বাচন কমিশন অভিমুখে সকল সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। বসানো হয়েছে তল্লাশি চৌকি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান বার্তা২৪কে বলেন, ‘নির্বাচন কমিশনের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে পুলিশ-বিজিবি সদস্যরা কমিশনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বেও ডিবি পুলিশ আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আজ (শনিবার) বিকাল থেকে সেনাবাহিনীর টহল দল কমিশনের নিরাপত্তা নিয়ে কাজ করছে।’

এ সম্পর্কিত আরও খবর