মাগুরার দুই আসনে সাকিবসহ ১২ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মাগুরা | 2023-12-04 18:55:41

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরার দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

সোমবার (৪ ডিসিম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবু নাসের বেগ মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হচ্ছেন, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ্যাডভোকেট কাজী রেজাউল হেসেন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ, জাকের পার্টির মোহাম্মদ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর কে এম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.বীরেন শিকদার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ্যাডভোকেট কাজী রেজাউল হেসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মুরাদ আলী, জাকের পার্টির মোহাম্মদ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিদুল ইসলাম।

বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী। মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মশিয়ার রহমান, একই আসনের স্বতন্ত্র কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দিন। এদের মধ্যে সঞ্জয় কুমার ভাদুড়ী ও মশিয়ার রহমান ঋণ খেলাপী হিসাবে মনোনয়নের অযোগ্য অঘোষিত হয়েছেন। কাজী শরিফ উদ্দিন বর্তমান কর্মস্থলের প্রমাণপত্র দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর