ভোটে অনিয়ম, ব্যাংক কর্মকর্তাসহ পৌর নির্বাচনে আটক তিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরিশাল জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে স্কুল শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাসহ তিন ভোট কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৬ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সকালে বরিশাল জেলার গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে ৯নং কেন্দ্রে (সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উত্তর পাশের ভবন, উত্তর বিজয়পুর (পুরুষ) কেন্দ্র) বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ভোটগ্রহণের কার্যক্রম পরিদর্শনে গেলে ওই কেন্দ্রে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার মো. সাইদুর রহমান (ব্যবস্থাপক, গৌরনদী সোনলী ব্যাংক শাখা), সহকারী প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন (প্রধান শিক্ষক, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়), সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্রকে (জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী উপজেলা) ভোট কেন্দ্রের অভ্যন্তরে পুলিশের সহায়তায় ১৮ হাজার টাকাসহ আটক করেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ জুন) অনুমান রাত ১০টায় গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনে এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল প্রতীক) পক্ষে তার সমর্থকরা ওই প্রার্থীর পক্ষে সহায়তা করার জন্য টাকাগুলো প্রদান করেছেন।

আটকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গৌরনদী থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সকাল ৮টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।