টাঙ্গাইলের ৫ আসনে ধানের শীষের ভোট বর্জন

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪ | 2023-08-15 23:31:01

টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জণের ঘোষণা দিয়ে সেখানে পুন:নির্বাচনের দাবি করেন। এছাড়া টাঙ্গাইল-৮ আসনের জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপির যেসব প্রার্থী নির্বাচন বর্জন করেছেন তারা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের সরকার শহীদ, কারাগারে আটক টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে তার ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী গৌতম চক্রবর্তী ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী (লাঙ্গল) একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

অন্যদিকে টাঙ্গাইলের আটটি আসনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

 

এ সম্পর্কিত আরও খবর