প্রার্থিতা ফিরে পেয়ে নাসিরুল বললেন লাঙ্গলের সাথে খেলা হবে

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-10 11:17:45

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। নিজের প্রার্থিতা ফিরে পেয়ে জয়ের বিষয়ে শতভাগ বিশ্বাসী তিনি। একই আসনে এবার জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নু।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হওয়া আপিল শুনানিতে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

প্রার্থিতা ফিরে পেয়ে নাসিরুল খান চুন্নুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, চুন্নুর সঙ্গে মাঠে খেলা হবে। চুন্নুর জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনে জাতীয় পার্টির কোন খবর নেই। ১৯৭০ সাল থেকেই কিশোরগঞ্জ-৩ আওয়ামী লীগের আসন। পুরো আসন জুড়ে জাতীয় পার্টির ভোট নেই ১০টি।।

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন। তারমধ্য ৫৬১ জন প্রার্থীতা ফিরে আবেদন করে। বাকি ১৭০ জন আবেদন করেনি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের শেষ হয়েছে গতকাল। যা ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এ সম্পর্কিত আরও খবর