আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান। তার মনোনয়নপত্র এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরে গড়মিল থাকায় বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থিতা যখন বাতিল হলো তখন শোকের ছায়া ছিল। আজ প্রার্থিতা ফিরে পাওয়া সবাই আনন্দিত। নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবে কিনা, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কিনা, এটা হলো চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত যেটা দেখছি আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে। সেগুলোর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন হয়তো মানুষ আশ্বস্ত হবে।