ভোট দিলেন ১২৬ বছরের বৃদ্ধ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম | 2023-08-31 14:13:39

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ১২৬ বছর বয়সের আইন উদ্দিন মিয়া নামের বয়োবৃদ্ধ একজন ভোট দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ে দুপরে ভোট দিতে আসেন। তার বাড়ি কদিম দেওহাটা গ্রামের কচুয়াপাড়ায়। তার পিতার নাম মৃত. হাসেম উদ্দিন।

জাতীয় পরিচয়পত্র অনুসারে তার জন্ম ১০ মে ১৮৯৩। সে হিসেবে তার বর্তমান বয়স ১২৫ বছর ৭ মাস ২০ দিন। বয়সের ভারে ন্যুব্জ আইন উদ্দিন জানান, বঙ্গভঙ্গ রদ আন্দোলন, স্বদেশি আন্দোলন সব আন্দোলনেই তিনি অংশগ্রহণ করেন।

এছাড়া ১৯৫৪ সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে হক ভাষানীর যুক্তফ্রন্টের নৌকা মার্কায় ভোট দেন তিনি। পরবর্তীতে আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নাহর নির্বাচনেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

১৯৭০ সালের নির্বাচনসহ প্রতিটি নির্বাচনেই তিনি অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট দেন বলে জানান।

তিনি আরও জানান, শেখের বেটি ভোটের আয়োজন করেছেন। এ খবর জানতে পেরে ঘরে থাকতে পারিনি। তাই নাতি মোশারফ হোসেন ও ভাতিজা মুক্তিযোদ্ধা শাহজাহানকে বলে ভ্যান গাড়িতে চেপে প্রায় এক কিলোমিটার দূর থেকে ভোট দিতে এসেছি। এত বয়সেও তিনি চশমা ছাড়া চোখে দেখতে তার কোন অসুবিধা হয় না।

এ সম্পর্কিত আরও খবর