২য় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৮ প্রার্থী

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেট, বার্তা ২৪.কম | 2023-12-11 13:23:48

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে দ্বিতীয় দিনের প্রথমার্ধে প্রার্থিতা ফিরে পেলেন ২৮ জন। প্রার্থিতার আবেদন নামঞ্জুর হয়েছে ২৬ জনের। আর সিদ্ধান্তের অপেক্ষায় আছে ৫ জন প্রার্থী। 

সোমবার (১১ ডিসেম্বর)  সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুরের বিরতির পর্যন্ত ৫০ প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- রাজবাড়ি-২ তৃণমূল বিএনপি প্রার্থী এস এম ফজলুল হক। নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন। বাগেরহাট-২ আসনের তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।



এ সম্পর্কিত আরও খবর