মৃত দেখানো ভোটারের সাক্ষীতে প্রার্থিতা ফিরে পেলেন রিজভী

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-11 15:54:32

নির্বাচন কমিশনের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ২ জন মৃত থাকার অভিযোগে খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রিজভী আলমের প্রার্থিতা বাতিল করে জেলা রির্টানিং কর্মকর্তা। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের শুনানিতে মৃত ভোটার দেখানো ৭২ ঊর্ধ্ব রহিমা বেগম ও সুভা রানী সশরীরে উপস্থিত হলে প্রার্থিতা ফিরে পান স্বতন্ত্র প্রার্থী রিজভী আলম।

প্রার্থিতা ফিরে পেয়ে রিজভী আলম বলেন, আপনারাই দেখেন এলাকার জনগণ আমাকে কতটা ভালোবাসে। ৭২ বছর বয়সী একজন বৃদ্ধা ভোটার নিজেকে জীবিত প্রমাণ করার জন্য খুলনা থেকে ঢাকায় চলে এসেছেন। যারা হাঁটতেও পারে না।

৭২ বয়সী ওই বৃদ্ধা বলেন, আমাকে মৃত দেখানো হয়েছিলো। নির্বাচন কমিশন থেকে একজন আমার বাড়িতে গিয়েছিলেন। সেদিন আমি বাড়িতে ছিলামনা। তারা আমাকে না পেয়ে মৃত ঘোষণা করেছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এ সম্পর্কিত আরও খবর