`যাদের কোটি টাকা আছে, সেগুলো কালো টাকা’

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-12-11 20:24:54

আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা ঘিরে যেখানে কোটি কোটি টাকার পাহাড় নিয়ে আলোচনায় সারাদেশ। সেখানে কক্সবাজার-২ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচন করা ইসলামি ঐক্যজোটের প্রার্থী ওসমান গনি চৌধুরীর কোনো সম্পদ নেই।

নির্বাচন পরিচালনার ব্যয় নির্বাহ করবেন কিভাবে, এমন প্রশ্নে ওসমান গনি চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, ‘যাদের কোটি কোটি টাকা আছে সেগুলো কালো টাকা। আমার নির্বাচনী ব্যয় এখানকার ভোটার এবং দলের চাঁদা থেকে বহন করা হবে।’

তার স্ত্রীরও মাত্র ৫ ভরি স্বর্ণ ছাড়া আর কিছুই নেই। কক্সবাজারের ৪টি আসনের মধ্যে নির্বাচন করা ২৫ জনের হলফনামা বিশ্লেষণ করে সবচেয়ে অর্থবিত্ত কম এই প্রার্থীর। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এই প্রার্থীর চাকরি বাবদ বাৎসরিক আয় দেখানো হয়েছে আড়াই লাখ টাকা।

তার অস্থাবর সম্পত্তি শুধু ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার এবং আসবাবপত্র বাবদ ৫০ হাজার টাকা। এই প্রার্থীর কোনো স্থাবর সম্পদ নেই। স্নাতকোত্তর পাশ করা এই প্রার্থীর কোনো ফৌজদারি মামলা নেই। নেই ব্যাংক ঋণও।

এ সম্পর্কিত আরও খবর