পাবনার ৫টি আসনে আ'লীগের প্রার্থীরা জয়ী

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪ | 2023-08-10 02:45:34

বেসরকারি ফলাফলে পাবনার ৫ টি আসনে পুরাতন ৪ এবং নতুন ১ জন মিলে ৫ আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ধরাশায়ী হয়েছে বিএনপি, ঐক্যফ্রন্ট আর ধানের শীষের ব্যানারে জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে ১২০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ পেয়েছেন ২৪ হাজার ৩৬৪ ভোট।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে ১০৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবির ২ লাখ ৪২ হাজার ৩৩৮, বিএনপির ধানের শীষের প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ১৭১ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ৩ লক্ষ ১ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী কেএম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ৮২০ ভোট।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ১২৯ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪৯ হাজার ৫৬৮ ভোট।

পাবনা-৫ (সদর) আসনে ১৪৪ টি কেন্দ্রের মধ্যে ৮৮ টি কেন্দ্রের ফলাফলে ২ লাখ ৬২ হাজার ১৩৩ ভোট পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক খোন্দকার প্রিন্স। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের প্রার্থী ধানের শীষের প্রতীকের জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ ইকবাল হোসাইন পেয়েছেন ১৪ হাজার ৩১২ ভোট।

এ সম্পর্কিত আরও খবর