গাইবান্ধা ৪ আসনে নৌকা ৩, লাঙ্গলের ১ প্রার্থী নির্বাচিত

বিবিধ, নির্বাচন

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গাইবান্ধা | 2023-08-30 22:04:30

 

গাইবান্ধার ৪টি সংসদীয় আসনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলার ৪ টি সংসদীয় আসনে ৪৭৩টি ভোট কেন্দ্রে ১৩ লাখ ৬৭ হাজার ৪শ ৪৫ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ দিয়ে গাইবান্ধা-১ আসনের ধানের শীষ প্রার্থী মাজেদুর রহমান, গাইবান্ধা-১ আসনে আব্দুর রশিদ সরকার ও কাস্তে প্রতীক প্রার্থী মিহির ঘোষ,গাইবান্ধা- ৪ আসনে জাতীয় পার্টি প্রার্থী মশিউর রহমান, গাইবান্ধা- ৫ আসনে জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জু ও ধানের শীষ প্রার্থী ভোট বর্জন করেছেন।

গাইবান্ধার ৪টি আসনের প্রাপ্ত ফলাফলে মহাজোটের প্রার্থীরা ব্যাপক ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ১ লাখ ৯৭ হাজার ৫৮৫  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাজেদুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৬৫ হাজার ১৭৩ ভোট।

গাইবান্ধা - ২ সদর আসনে মাহাবুব আরা বেগম গিনি- (নৌকা)১ লাখ ৮৯ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।             আব্দুর রশিদ সরকার (ধানের শীষ) পেয়েছেন ৬৮ হাজার ৬৭০ ভোট।

গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী (নৌকা) ৩ লাখ ৮৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী  কাজী মশিউর রহমান (লাঙ্গল)  পেয়েছেন ৫ হাজার ৭১৭ ভোট।

গাইবান্ধা ৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনে ২ লাখ ৪৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাড. ফজলে রাব্বি মিয়া। ফারুক আলম (ধানের শীষ) পেয়েছেন ১৩ হাজার ৬৬৯  ভোট।

উল্লেখ্য,গাইবান্ধা ৩ পলাশবাড়ী- সাদুল্লাপুর আসনে ধানের শীষের প্রার্থী ড: টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হওয়ায় ওই আসনে আগামী ২৭ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর