সাতক্ষীরার ৪টি আসনেই নৌকার জয়

বিবিধ, নির্বাচন

এসএম শহীদুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-08-22 20:59:31

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নৌকার জয়জয়কার। জেলার চারটি আসনের সব কটিতেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। এরমধ্যে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। বাকি তিনজন প্রত্যেকেই দ্বিতীয়বারের মত এমপি নির্বাচিত হলেন।

নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৩১ হাজার ৪০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯০২ ভোট।

সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১০ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ভোট।

সাতক্ষীরা-৩ আসনে (আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৫৩ ভোট।

সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের গাজি নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট।

এ সম্পর্কিত আরও খবর