ঠাকুরগাঁওয়ের ৩ আসনে ২টিতে নৌকা, ১টিতে ধানের শীষ জয়ী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 09:56:39

ঠাকুরগাঁও জেলার ৩টি নির্বাচনী আসনে ২টিতে নৌকা মার্কার প্রার্থী ও ১টিতে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। 

রোববার (৩১ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার কে এম কামরুজ্জামান সেলিম।

বিজয়ীরা হলেন, ঠাকুরগাঁও ১ আসনের নৌকা মার্কার প্রাথী রমেশ চন্দ্র সেন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৭৯৫টি। নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ১০৭ ভোট।

আসনটিতে ৪ লাখ ২২ হাজার ১২৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৮১৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ১০ হাজার ৩০৭ জন।

ঠাকুরগাঁও-২ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্রে নৌকার দবিরুল ইসলাম ২ লাখ ২৪ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাওয়ালানা আব্দুল হাকিম ৪ হাজার ৩২৮ ভোট পেয়েছেন।

আসনটিতে ২ লাখ ৭৩ হাজার ৪১৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৯ হাজার ২১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৩৯৩ জন।

ঠাকুরগাঁও-৩ আসনে ১২১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী জাহিদুল রহমান বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছে। 

আসনটিতে ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান ৮৭ হাজার ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক মোটর গাড়ী প্রতিকে ৮৪ হাজার ১০৯ ভোট পেয়েছেন এবং আ.লীগের মনোনীত প্রার্থী ইসাসিন আলী নৌকা প্রতীকে ৩৭ হাজার ৭০৯ ভোট পেয়েছেন।

আসনটিতে ৩ লাখ ১৭৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫২ হাজার ১৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ১৮ জন।

এ সম্পর্কিত আরও খবর