নিজের ভোট ছাড়াই জয়ী এরশাদ

বিবিধ, নির্বাচন

ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-21 09:56:38

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি মহাজোট মনোনীত ছিলেন।

ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত ভোটে জাপা চেয়ারম্যান পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯’শ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীকে ৫৩ হাজার ৮৯ ভোট পেয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে ১৭৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীব।

এদিকে অসুস্থতার কারণে রংপুরে নির্বাচনী প্রচারণাসহ কোন কার্যক্রমেই অংশ নেন নি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এমনকি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেও নিজের ভোটটি দিতেও রংপুরে আসেন নি তিনি।

রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসন। ১৭৫টি কেন্দ্রের ৯০৬টি ভোটকক্ষে ভোট দিয়েছে ২ লাখ ৩১ হাজার ৫৪ জন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন। এরমধ্যে প্রাপ্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৩১। এখানে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর