ফেনীর ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা-২৪.কম, ফেনী | 2023-12-17 15:18:19

ফেনীর ৩টি আসনে ৩৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তার মধ্যে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫ জন প্রার্থী।

প্রার্থিতা ফিরে পাওয়া ৫ জন হলেন ফেনী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী। ফেনী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আ. ই. ম. আমজাদ হোসেন ভুঞা। ফেনী-৩ আসনের তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোট এর এ.বি. এম. জোবায়ের ইবনে সুফিয়ান।

জেলায় ৩ টি সংসদীয় আসনে বর্তমানে মোট প্রার্থী রয়েছেন ২৬ জন। এর মধ্যে ফেনী-১( ছাগলনাইয়া-ফুলগাজী- পরশুরাম) আসনে ৮ জন, ফেনী-২ (ফেনী সদর) আসনে ৯ জন এবং ফেনী-৩( সোনাগাজী- দাগনভুঞা) আসনে ৯ জন প্রার্থী রয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্র‍ত্যাহারের শেষ দিন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত ফেনীতে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন জাকের পার্টি মনোনীত ফেনী-১ আসনের প্রার্থী  রহিম উল্লা ভুঞা, ফেনী-২ আসনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম, ফেনী-৩ আসনের প্রার্থী  আবুল হোসেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, এখন পর্যন্ত ৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। বিকাল ৪ টা পর্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে।

উল্লেখ্য ফেনী-৩ আসনে জাতীয় পার্টির সাথে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশারের মনোনয়ন প্রত্যাহারের কথা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা অব্দি প্রত্যাহার করেননি তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর