হঠাৎ নির্বাচন কমিশনে বিপ্লব বড়ুয়া

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-17 16:04:26

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে গেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিকেল ৩টা ৪০ মি‌নিটে তি‌নি নির্বাচন ক‌মিশন ভবনে প্রবেশ করেন।

এদিকে, রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাতীয় পার্টিকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে, সেসব আসনে নৌকার প্রার্থী থাকবেন না।

তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও প্রায় ২২শ প্রার্থী আছে। সে নির্বাচন কিভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

এ সম্পর্কিত আরও খবর