প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান ইসি সচিবের

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা  | 2023-12-17 22:25:13

দ্বাদশ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে প্রচারণা। এসময় ভোটের প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ইসি সচিব বলেন, এবারের নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার সারাদেশে রিটার্নিং অফিসে সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এসময় নির্বাচন কমিশনের আচরণবিধি একটি গাইড লাইন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর