কুয়াশা মাড়িয়ে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা

, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-07 09:25:50

কুয়াশা মাড়িয়ে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ভোটাররা। সকাল থেকেই বেশ খানিকটা কুয়াশা লক্ষ্য করা গেছে নবাবগঞ্জ এলাকায়। সকাল ৮টা নাগাদ কিছুটা কমে আসতে শুরু করলেও পুরোপুরি পরিষ্কার হয়নি আকাশ।

রোববার (৭ জানুয়ারি) সকালে কুয়াশা ঠেলেই কেন্দ্রে হাজির হয়েছেন এজেন্ট ও প্রার্থীদের কর্মী সমর্থকরা।

কেন্দ্রের সামনে টেবিল পেতে ভোটার সিল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এই আসনের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই নৌকা-লাঙ্গলের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান সকাল ১০ টায় দোহার শাইনপুকুর স্কুল কেন্দ্রে এবং জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম নবাবগঞ্জের কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে পারেন বলে জানা গোছে।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। আসনটিতে ১৯৯১ সাল থেকে টানা ৩টি সংসদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান খান নির্বাচিত। ২০১৪ সালে মান্নান খানকে হারিয়ে বিজয়ী হন জাতীয় পার্টির প্রার্থী যমুনা গ্রুপের কর্ণধার অ্যাড. সালমা ইসলাম। ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হন সালমা ইসলাম।


এবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সালমান এফ রহমান, আর লাঙ্গল প্রতীকে লড়ছেন ২০১৮ সালের প্রতিদ্বন্দি সালমা ইসলাম। আসনটিতে আরও ৬ জন প্রার্থী রয়েছেন তারা হলেন তৃণমূল বিএনপির মুফিদ খাঁন (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুল হাকিম (আম), ওয়ার্কার্স পার্টির করম আলী (হাতুড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টি সামছুজ্জামান চৌধুরী (একতারা), গণফ্রন্ট শেখ মোঃ আলী (মাছ)। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার দেখছেন ভোটাররা।

এ সম্পর্কিত আরও খবর