ভোটের দিন যা ঘটছে

, নির্বাচন

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-07 17:58:07

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। শুরু থেকে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যায় ভোটের কেন্দ্রগুলোতে।

রোববার (৭ জানুয়ারি) সকাল থেকেই অনেক কেন্দ্রে আসতে দেখা যায় ভোটারদের। আবার অনেক কেন্দ্র দেখা যায় ভোটার শূন্য।  অধিকাংশ কেন্দ্রে শৃঙ্খলার সাথে ভোট গ্রহণ চললেও কিছু কেন্দ্রে দেখা যায় ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা।

দেখে নেওয়া যাক ভোটের দিন যা যা ঘটছে সারাদেশে.....

 


নরসিংদী

নরসিংদী-৪ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল 

প্রভাব বিস্তার করায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।সকালে বেলাব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

 


যাত্রাবাড়ী

ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভিডিপি সদস্য আহত 

রাজধানীর যাত্রাবাড়ী থানার করাতীটোলা এলাকার চান মিয়া সরদার (সি এম এস) মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি ঢাকা-৬ আসনের নির্বাচনী এলাকা। ককটেল বিস্ফোরণে অন্তর আলী (২২) নামে দ্বায়িত্বরত একজন আনসার ভিডিপি সদস্য আহত হয়েছেন।

 


কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এক কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত 

অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের ১৩৯ নং কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট সাময়িক স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।পরিস্থিতি স্বাভাবিক হ‌লে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো ভোটগ্রহণ শুরু হয়।

 


চট্টগ্রাম

চট্টগ্রামে ভোটকেন্দ্রে বিএনপি-পুলিশ সংঘর্ষ 

ভোটগ্রহণ শুরুর আধা ঘণ্টার মধ্যে চট্টগ্রামের চাঁন্দগাঁও মৌলভী পুকুর পাড়ে বিএনপির সাথে বিজিবি ও পুলিশের সংঘর্ষ হয়েছে।

দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি 

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এক কেন্দ্রে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হলে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়। কেউ কেউ ভোটকেন্দ্র ছেড়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। পরে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। বেলা পৌনে ১১টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

নৌকা ও স্বতন্ত্রের সমর্থকদের মধ্যে গোলাগুলি, আহত ২ 

চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ ভোট কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন র‍্যাব-৭, চট্টগ্রাম। 

বেলা সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র (ফুলকপি) প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে নৌকা ও স্বতন্ত্রের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ 

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে নৌকার প্রার্থী মোঃ মহিউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। বেলা ১১টার দিকে পাহাড়তলী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর 

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহার করা একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। মারধর করা হয় গাড়ির চালককে। দুপুরে উপজেলার বদুর পাড়া এলাকায় হাজী বশরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে যুবকের গুলি 

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে। তবে, তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় ওই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

যুবদলের বাধার মুখে ১ ঘণ্টা বন্ধ ভোটগ্রহণ 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের এক কেন্দ্রে যুবদলের বিক্ষোভের মুখে প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। এসময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে বেশ কয়েকটি বাজি, পটকা ও ককটেল বিস্ফোরণ করে তারা। দুপুর সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকার আল হিকমা ইন্টারন্যাশনাল কেন্দ্রে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।


ফেনী

ফেনীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১৩

ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দিতে যাওয়া ১৩ জনকে আটক করেছে পুলিশ। দুপুরের দিকে উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 


সিলেট

সিলেটে ভোট কেন্দ্রে হামলার চেষ্টা, ককটেল বিস্ফোরণ 

সিলেটে একটি ভোট কেন্দ্রের সামনে বিএনপি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটানাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে পুলিশ। সকাল ১১টার দিকে সিলেট-১ আসনের সিটি করপোরেশন এলাকার ৯নং ওয়ার্ডের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।


মুন্সিগঞ্জ 

মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা 

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জিল্লুর রহমান নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মোঃ ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

 


লালমনিরহাট

লালমনিরহাটে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ 

লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী ইউপির বুড়িমারী বাজার, স্টেশন মোড়, উফারমারা মেডিকেল মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

 

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে অবরুদ্ধ করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এ সময় ছবি তুলতে গেলে চালকসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুপুর ১ টার দিকে উপজেলার পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আনন্দ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রহিম, সাংবাদিক মিনহাজ ও মাসুদ বাবু।


বগুড়া

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা


 

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে সোনাতলা উপজেলার একটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান শ্যামলের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় প্রার্থীসহ তিনজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। সকাল ১০ টার দিকে সোনাতলা উপজেলার রানীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 


ঠাকুরগাঁও

ভোট দিয়ে ফেরার পথে হামলায় আহত দুই 

ঠাকুরগাঁও-১ আসনের ছেতনাই তোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হতে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের অতর্কিত হামলায় আহত হয়েছেন দুই জন। বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।


টাঙ্গাইল

ব্যালট বাক্সে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি 

টাঙ্গাইলের গোপালপুরে একটি ভোট কেন্দ্রে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে। এসব কারণে ওই কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

যাত্রাবাড়ীতে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভোট গ্রহণের শেষ দিকে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়েছেন। বিকেল সোয়া তিনটার দিকে যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।

 


বরিশাল

বরিশাল-৫ আসনে একটি ভোটেকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে। 

 

এ সম্পর্কিত আরও খবর