নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ বিদেশি পর্যবেক্ষকদের

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2024-01-07 13:24:59

বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আজ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক মহলে। কিন্তু বেলা ১২ টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত তেমন কোনো অনিয়ম কিংবা দুর্নীতির কথা বলছেননা বিদেশি পর্যবেক্ষকরা। তাদের মতে বাংলাদেশের চলমান নির্বাচনী পরিবেশ সন্তোষজনক এবং সুসংগঠিত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে স্বতন্ত্র (ডামি) প্রার্থী দাঁড় করানোসহ নানা কৌশল হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এক-তৃতীয়াংশ আসনেই রয়েছে  তাদের প্রার্থী। এসব আসনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনী উত্তেজনা। অন্যদিকে এ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। শনিবার (৬ জানুয়ারি) থেকেই তারা দেশজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে। এর আগের দিন শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে ও ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। ট্রেনেও ঘটেছে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা। এমন থমথমে পরিবেশে নির্বাচনী কার্যক্রম নিয়ে তাই স্বভাবতই সবার নজর বাংলাদেশে।

ছবি: ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গেছেন পর্যবেক্ষকরা

রোববার (৭ জানুয়ারি)  রাজধানীর দারুস সালাম এলাকায় অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মুল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক। এ সময় ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, 'ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি।'

পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, 'ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগন্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।'

এ পর্যবেক্ষক আরও বলেন, 'অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ ও সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কিনা সেটা পযবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনও সময় বাকি রয়েছে। আমরা দেখব।'

নারী ভোরদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, 'নারীর ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।’ 

ছবি: আরও অনেক ভোটকেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রিব পর্যবেক্ষকরা

জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লিষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও অনেক ভোটকেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রিব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।'

এর আগে নির্বাচন পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে শনিবার রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আন্দ্রেই শুতভ এ মন্তব্য করেছেন, নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা দেখিয়েছে বর্তমান সরকার। নির্বাচন স্বচ্ছ ও বৈধ হচ্ছে, তা তুলে ধরতে সক্ষম বাংলাদেশ।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিকে। বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন এবং ভোট কেমন হচ্ছে তা দেখতে ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গেছেন। প্রতিটি ভোটকেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটারের ওপর নজর রাখছেন তারা। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করছেন বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা।

নির্বাচনকে ঘিরে দমনমূলক পরিবেশ সৃষ্টি হওয়া এবং বিএনপিবিহীন এই নির্বাচন কেমন হয় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি এবং কমনওয়েলথও। গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে এসব সংগঠনগুলো। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দফা মানবাধিকার সনদ দিয়েছে৷

এ সম্পর্কিত আরও খবর