রাজশাহীর ৬ আসনে বিজয়ী হলেন যারা

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-01-07 23:17:50

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ফলাফলে একটি স্বতন্ত্র ছাড়া বাকি ৫টিতেই নৌকার বিজয় হয়েছে।

রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা, নৌকার প্রার্থী রাজশাহী-৩ আসনে আসাদুজ্জামান আসাদ, নৌকার প্রার্থী রাজশাহী-৪ আসনে আবুল কালাম আজাদ, নৌকার প্রার্থী রাজশাহী-৫ আসনে আব্দুল ওয়াদুদ দারা ও নৌকার প্রার্থী রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম জয়লাভ করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে পাওয়া বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে দুইটি উপজেলা রয়েছে। এর মধ্যে তানোর উপজেলায় নৌকা প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ভোট পেয়েছেন ৪৩ হাজার ৩৭২ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৪৯ হাজার ১০৯। স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮২ ভোট। বেলুন প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডারিয়া পেয়েছেন ৪০৮ ভোট। জাতীয় পার্টির শামসুদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৭ ভোট। এই উপজেলায় নৌকার চেয়ে ৫ হাজার ৭৩৭ বেশি পেয়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী।

তবে গোদাগাড়ী উপজেলায় বেশ এগিয়ে নৌকা প্রতীক। উপজেলায় নৌকা প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ভোট পেয়েছেন ৬০ হাজার ২২০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৪৩ হাজার ৩১০। স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট। এই উপজেলায় নৌকা ১৬ হাজার ৯১০ ভোট বেশি পেয়ে এগিয়ে। এ আসনে মোট ১১ হাজার ১৭৩ ভোট বেশি পেয়ে পুনরায় এমপি হলেন নৌকার প্রার্থী এমপি ফারুক।

রাজশাহী-২ (সদর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ১১২টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ টি। এ আসনে মোট ২৩ হাজার ৪৪০ ভোট বেশি পেয়ে এমপি হলেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

রাজশাহী-৩ নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুস সালাম পেয়েছেন ৫ হাজার ২৭০ ভোট। এ আসনে মোট ১ লাখ ৪৯ হাজার ৬৩৫ ভোট বেশি পেয়ে এমপি হলেন নৌকা প্রতীকের প্রার্থী আসাদ।

রাজশাহী-৪ নৌকা প্রতীক নিয়ে জয়ী হন আবুল কালাম আজাদ। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫৬১ ভোট। এ আসনে মোট ৫৩ হাজার ৫০৪ ভোট বেশি পেয়ে এমপি হলেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম।

রাজশাহী-৫ নৌকা প্রতীক নিয়ে জয়ী হন আব্দুল ওয়াদুদ দারা। তিনি মোট ভোট পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট। এ আসনে মোট ৩ হাজার ৫১ ভোট বেশি পেয়ে এমপি হলেন নৌকা প্রতীকের প্রার্থী ওয়াদুদ দারা।

রাজশাহী-৬ নৌকা প্রতীক নিয়ে জয়ী হন শাহরিয়ার আলম। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৭ ভোট। কাঁচি প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেনুল হক পেয়েছেন ৭৩ হাজার ৬৫১ ভোট। অর্থাৎ ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে জিতেছেন শাহরিয়ার আলম।

এ সম্পর্কিত আরও খবর