নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রার্থী বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-04-17 16:31:45

নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসনেকে অপহরণ ও মারধরের ঘটনায় প্রার্থীর বৈধতা পেলে নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ৩১ তম কমিশন সভা শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভিকটিমকে উদ্ধার করেছে। দুইজনকে ইতিমধ্যে আটক করেছে। এদের একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। আর কমিশন সংক্রান্ত বিষয়ে আইনগত দিকটা দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন তিনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সেটা নির্বাচন কমিশনের আওতায় আসবে। তখন নির্বাচন সংক্রান্ত আইন কানুন প্রতিফলিত হবে।

এদিকে নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসনেকে অপহরণ ও মারধরের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে স্বপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তদন্তে সত্যতা পেয়েছে সাংবিধানিক এ সংস্থাটি ।

 

এ সম্পর্কিত আরও খবর