দুই সিটিতে ৫০ শতাংশ ভোট পড়ার আশা ইসির

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-18 04:26:50

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণে ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২টি নারী কাউন্সিলর পদে নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে ধারনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘ঢাকা উত্তর সিটিতে যেহেতু এটি উপনির্বাচন, মেয়াদ আছে বছর খানেক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তেমন নেই, তাই ভোটারদের আগ্রহ কম থাকতে পারে। কিন্তু যেখানে ওয়ার্ড কাউন্সিলর পদে যে নির্বাচন, সেখানে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ভোটারদের উপস্থিতিও সেখানে ভালো ছিল।’

ইসি সচিব বলেন, ‘ঢাকার উত্তরের মেয়র পদে উপনির্বাচন ও উত্তর-দক্ষিনে সম্প্রসারিত ওয়ার্ডে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে সবমিলিয়ে। আমরা এটি ধারনা করছি। তবে এটি চূড়ান্ত নয়।’ পটুয়াখালীর নির্বাচনে প্রায় ৭০ ভাগ ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। পটুয়াখালী, আমতলী, কালিগঞ্জের পৌরসভা নির্বাচনেও শান্তিপূর্ণ ভোট হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর