কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-24 17:24:58

কক্সবাজার ও নরসিংদী সদর উপজেলার ভোট পিছিয়েছে। এই দুই উপজেলার ভোট চতুর্থ ধাপে আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নরসিংদী উপজেলা সদর ও কক্সবাজার জেলার সদর উপজেলার ভোট ২৪ মার্চের পরিবর্তে ৩১ মার্চ করার সিদ্ধান্ত হয়েছে।

কক্সবাজার ও নরসিংদী সদর উপজেলায় ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে তৃতীয় ধাপে ১২৭ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা ও আদালতের স্থগিতাদেশের কারণে এ সংখ্যা চূড়ান্তভাবে আরও কমে আসবে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বৃহস্পতিবার আদালতের আদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার তিনটি পদের ভোট স্থগিত করা হয়েছে। ২৪ মার্চ তৃতীয় ধাপে এ ভোট হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে জেলার সদর উপজেলা ও কুতুবদিয়া ছাড়া পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফের ভোট হবে রোববার।

জেলা নির্বাচন অফিসার মো. বশিউদ্দিন বলেন, ‘উচ্চ আদালতের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়ে কমিশন সিদ্ধান্ত পৌঁছেছে। আদালতের পরবর্তী নির্দেশনা পেলে উপযুক্ত সময়ে এ ভোট হবে।’

এ সম্পর্কিত আরও খবর