ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিবিধ, নির্বাচন

সেন্ট্রাল ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-25 21:56:42

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। সকালে ভোট গ্রহণের শুরুতে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাটা কিছুটা বাড়তে থাকে।

এদিকে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট, নৌকা প্রতীকে জাল ভোট দিতে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা আটক, কেন্দ্রে ককটেল বিস্ফোরণসহ ভোট কেন্দ্রে মারামারির ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, ১০৭ উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১০ হাজার ৩৮৯টি। আর ভোটার ২ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৩৪১ জন। এসব উপজেলঅয় চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ উপজেলার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেগুলোতে ভোট হবে না।

চতুর্থ ধাপের ছয় উপজেলায় ইভিএম ব্যবহার করা হচ্ছে। সেগুলো হলো- বাগেরহাট সদর (কেন্দ্র সংখ্যা ৯১), ফেনী সদর (কেন্দ্র সংখ্যা ১২৭), মুন্সীগঞ্জ সদর (কেন্দ্র সংখ্যা ১১৬), ময়মনসিংহ সদর (কেন্দ্র সংখ্যা ১০০) ও পটুয়াখালী সদর (কেন্দ্র সংখ্যা ৮৯)।

এদিকে ইসির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

এ সম্পর্কিত আরও খবর