ভোটারের উপস্থিতি নির্ভর করে প্রার্থীদের উপর: ইসি সচিব

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 07:09:43

নির্বাচনে ভোটারের উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের উপর নির্ভর করে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নতুন দায়িত্ব নেওয়া সচিব মো. আলমগীর।

তিনি বলেছেন, ‘ভোটারের উপস্থিতি নির্ভর করে প্রার্থীদের উপর। নির্বাচন কমিশনের যতটুকু আয়োজন করা দরকার, সেটা শতভাগ করছে। নির্বাচন কমিশন কোনো দলকে উৎসাহ দেয় না বা নিরুৎসাহিত করে না। কমিশনের দায়িত্ব হলো রেফারির মতো। মাঠে যারা খেলবেন, তারা যেন খেলার মতো খেলতে পারেন।’

‘কেউ যদি খেলতে গিয়ে কোনো ফাউল করে, তাকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো। কেউ যদি মাঠে খেলতে না আসে, এটা রাজনৈতিক দলেরই দায়িত্ব। এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করা যাবে না।’

মঙ্গলবার (১১ জুন) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, ‘যতদিন দায়িত্বে আছি, যতটুকু দেখার ততটুকু আমি দেখব। আগে পরের ব্যাপারটার দায়িত্ব তো আমি নিতে পারব না। ট্রান্সপারেন্ট থাকব, এটা কথা দিতে পারি। সব জায়গায়ই ভালোমন্দ লোক আছে। আমাদের কাজ হলো শিষ্টের পালন, দুষ্টের দমন। আগে নিজে ঠিক থাকতে হবে। তারপর আরেকজনকে ঠিক করতে পারব।’

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা নির্বাচন স্থানীয় হোক বা সংসদীয় আসনে হোক শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। এটা প্রার্থী, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে একসাথে কাজ করতে হয়।’

‘কাউকে চাপ বা ভয়ভীতি দেখানো যাবে না। সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আচরণবিধি যাতে মেনে চলে, সে ব্যাপারে আমরা খুবই সজাগ। আইন-শৃঙ্খলা যাতে সঠিকভাবে থাকে, সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সেজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া আছে।’

তিনি বলেন, ‘বগুড়া-৬ আসনের ১৪১টি কেন্দ্রের সবকটিতে ইভিএম-এ ভোট হবে। রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের ট্রেনিং করানো হবে এবং ভোটারদের একটা মক ভোট নেওয়া হবে। এছাড়া নির্বাচনের আগে ওখানে সিইসি আইন-শৃঙ্খলা সভায় থাকবেন।’

এ সম্পর্কিত আরও খবর