বগুড়া-৬ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-29 12:15:35

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। তবে সকাল থেকে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলোর আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য প্রার্থীদের এজেন্টরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। ১৪১টি ভোটকেন্দ্রের কোনোটিতেই এখন পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত) অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া জিলা স্কুল কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২০টি। প্রিজাইডিং অফিসার আবুল হোসেন বার্তা ২৪.কমকে বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৭৭জন।’

ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার লাবন্য কনা দাস বার্তা২৪.কমকে বলেন, ‘ভোট গ্রহণের পর থেকেই ভোটারদের ভিড় বাড়ছে।’

বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘৩  হাজার ৯৬৬ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত মাত্র ১১০জন ভোট দিয়েছেন।’

ভোট দিয়ে আসা ভোটার নাজমুল আহসান, জামিল উদ্দিনসহ অনেকেই বার্তা ২৪.কমকে জানান ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় তাদের আগ্রহ অনেক বেশি।

জেসমিন আকতার নামের একজন ভোটার বার্তা ২৪.কমকে বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট দেয়া এতো সহজ আগে বুঝতে পারিনি।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম বদিউজ্জামান বার্তা২৪.কমকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ১৪১টি ভোটকেন্দ্রের কোনো স্থানেই অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি শপথ না নেয়ায় শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর