ইভিএমে ব্যালট ছিনিয়ে ভোটে জেতার সুযোগ নেই: ইসি সচিব

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 13:58:08

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হলে ব্যালট ছিনিয়ে ভোটে জেতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। 

বুধবার (২৪ জুলাই) বিকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। কারণ ওখানে তো ইভিএমে নির্বাচন হবে, ইভিএমে নির্বাচন হলে তো আসলে কারচুপি করে জেতার কোনো সুযোগ নেই। ওখানে তো ব্যালট পেপারে ভোট হচ্ছে না যে, কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। সেখানে সেই সুবিধা নেই। যার ভোট তাকেই দিতে হবে। অন্য কারো এই ভোট দেওয়ার সুযোগ নেই।’

মো. আলমগীর জানান, ‘বৃহস্পতিবার (২৫ জুলাই) কাঞ্চন পৌরসভায় সাধারণ নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে সাধারণ নির্বাচন, আটটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনসহ ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের মোট ২৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের যে ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে, সেটিসহ কাঞ্চন পৌরসভা ও আটটি ইউনিয়ন যেগুলোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেগুলোতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে আগের মতোই ভোট হবে ব্যালটের মাধ্যমে।

ইসি সচিব বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিয়োগ দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, নির্বাচন সংক্রান্ত ব্যালট পেপারসহ অন্যান্য জিনিসপত্র যথাসময়ে পৌঁছে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন আইন অনুযায়ী যা যা প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতিই নিয়েছি। অতএব এতেই বোঝা যায় আমরা বদ্ধপরিকর। কোনো প্রস্তুতি কম রাখিনি। সকাল ৯টা থেকে বিকাল ৫টটা পর্যন্ত বিরতিহীভাবে ভোটগ্রহণ চলবে।’

এ সম্পর্কিত আরও খবর