দক্ষিণ সিটিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭২১টি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 03:43:58

ঢাকা দক্ষিণ সিটিতে মোট ১১৫০ কেন্দ্রের ভেতরে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২১টি এবং সাধারণ কেন্দ্র ৪২৯টি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সিটির রিটানিং কর্মকর্তা আবদুল বাতেন বার্তা২৪.কমকে এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা সংস্থা থেকে ইসিকে এ তথ্য জানানো হয়েছে। সে হিসেবে ইসি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সতর্ক দৃষ্টি রাখবে।

ইসি সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ৬ জন অস্ত্রসহ পুলিশ (একজন এসআই ও ৫ জন এএসআই ও কনস্টেবল), দুইজন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার এবং ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (৪ জন নারী ও ৬ জন পুরুষ) মোতায়েন থাকবে।

সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ চারজন পুলিশ (এসআই/এএসআই একজন ও তিনজন কনস্টেবল), দুইজন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার, ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (৪ জন নারী ও ৬ জন পুরুষ) মোতায়েন থাকবে।

আবদুল বাতেন বার্তা২৪.কমকে বলেন, দ‌ক্ষি‌ণে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২১টি আর সাধারণ কেন্দ্র ৪২৯টি। নির্বাচনের দিকে যত দিন এগিয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র তত বেড়েছে। আমরা বলি গুরুত্বপূর্ণ আর আপনারা (মিডিয়া) বলেন ঝূকিপূর্ণ কেন্দ্র।

এবার দক্ষিণ সিটিতে ১১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি করপোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।

এ সম্পর্কিত আরও খবর