সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকউন্ট থেকে ১৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। তারই ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ইডি’র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তরফ থেকে। যার সুবাদে আজ (৭ আগস্ট) ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় রিয়াকে।
ইডিকে জিজ্ঞাসাবাদের তারিখ পিছানোর আবেদনও করেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু সেটি নাকচ করে দেওয়া হয়। ফলে সময়মতো ইডি দফতরে হাজির হয়েছিলেন রিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এদিন বেলা ১১টায় ইডির দফতরে পৌঁছানোর কথা ছিল রিয়া চক্রবর্তীর। তবে ‘আত্মগোপন’ করে থাকা রিয়া এদিন সকালে নিজের আইনজীবী সতীশ মানেসিন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেন, তাকে সময় দেওয়া হোক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার। সেই আবেদন সরাসরি নাকচ করে দেয় ইডি।
তারা জানায়, আজই হাজিরা দিতে হবে ইডির দফতরে, না হলে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। অবশেষে দুপুর ১২টার দিকে ইডির দফতরে পৌঁছেছেন রিয়া চক্রবর্তী। এসময় বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার ভাই সৌভিক চক্রবর্তীও।