বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি আগামী ২৭ ডিসেম্বর। এদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ‘এন এল আই ’ মিলনায়তনে জমজমাট আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৩‘ প্রদান করা হবে।
জানা গেছে, অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন , শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, ক্লোজআপ তারকা নোলক বাবুসহ অনেকে।
বিজ্ঞাপন
এবার আজীবন সম্মাননা দেওয়া হবে দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলমকে। এছাড়া আরও অনেক গুনীজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান জালাল আহমেদ। মহতি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন । সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।
জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী প্রথমবারের মতো মালয়েশিয়া গেছেন। গতকাল (১৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে এনটিভি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা।
তিনি বলেন, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না, আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করা যায়।
পূজা চেরী । ছবি: ফেসবুক
বিয়ে নিয়ে কুয়ালালামপুরে প্রবাসী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে মানেই তো সবশেষ, এখনও সেটেল হইনি, বহুদুর যেতে চাই, মাঝপথে আটকে যেতে চাই না, মাঝপথে আটকানোর জন্য পূজা চেরী আসেনি।’
শাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি।
পূজা চেরী । ছবি: ফেসবুক
রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’তে পূজার চরিত্র উপভোগ্য ও ব্যাতিক্রমি ছিলো। এ ধরনের চরিত্র পেলে আরো ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরী। এই অভিনেত্রী বলেন, ‘চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।’
শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিলো না উল্লেখ করে পূজা বলেন, ‘এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে, ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।’
পূজা চেরী । ছবি: ফেসবুক
ঢালিউডের এ গ্ল্যামার গার্ল বলেন, ‘‘শাবানা ম্যাডামের ‘ভাত দে’ কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার ‘বারফি’র মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’’
সংক্ষিপ্ত এই সফর শেষে দ্রুতই দেশে ফিরবেন পূজা চেরী।
টেলিভিশন কিংবা ইউটিউবভিত্তিক নাটকের জন্য ভ্যালেন্টাইন ডে আর ঈদ উৎসব সবচেয়ে বড় উপলক্ষ্য। বিশেষ এই উৎসবগুলো ঘিরে নির্মিত হয় কয়েক শতাধিক নাটক। দর্শকও তুমুল আগ্রহ নিয়ে মুখিয়ে থাকেন। কিন্তু এবার ভ্যালেন্টাইন ও ধর্মীয় এই উৎসব শবে-বরাত একই দিনে হওয়ায় সেই উৎসব যেন অনেকটাই ফিকে হয়ে গেছে।
একাধিক নাটকের মুক্তি পিছিয়ে গেছে। কেউ কেউ আবার পূর্ব ঘোষণা দিয়েও মুক্তি পিছিয়ে নিয়ে গেছেন ঈদে। আবার কেউ কেউ এখনও নাটক মুক্তির তারিখ চূড়ান্ত করতে পারছেন না, রয়েছেন দ্বিধা-দ্বন্দ্বে।
ছবি: ফেসবুক
এরমধ্যে ভালোবাসা দিবস ঘিরে আগে-পরে বেশ কিছু নাটক উন্মুক্ত হয়েছে কিন্তু সেভাবে কোনো আলোচনা তৈরি করতে পারেনি।
এদিকে, দর্শকও পরিচালকদের নাটক মুক্তি পেছানো নিয়ে খানিক হতাশ। প্রশ্ন উঠছে, উৎসব ঘিরে নির্মিত কাজ উৎসবের সময় না দিয়ে পরে মুক্তি দিলে সেটির আমেজ থাকবে কি? অনেকের মতে, এবারের ভালোবাসা দিবসে বেশ কিছু ভালো প্রজেক্ট থাকলেও মুক্তি পেছানোয় দর্শকদের মধ্যে খানিক অনীহা তৈরি হয়েছে!
সাফা কবির ও মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘হ্যাপা’
এ প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু নাটক কম। এরমধ্যে অর্ধেক কাজই পিছিয়ে গেছে স্পন্সর ইস্যুতে, তা ছাড়া একই দিনে শবে-বরাত হবার কারণে। সব পরিচালক-প্রযোজকই তো চায় তাদের কাজটা দর্শক দেখুক। এখন যেহেতু একইদিনে শবে-বরাত পড়েছে সেহেতু কাজগুলো হয়ত দর্শক দেখবে না; সবাই এটাই চিন্তা করেছে।’
উৎসবের আমেজ প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘একই দিনে অনেকগুলো নাটক মুক্তি দিলে দর্শকদেরও তো সেটা দেখার মতো সময় লাগবে। সবারই ত সবার কথা চিন্তা করতে হয়। ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে ফেব্রুয়ারির ২৮ পর্যন্ত আমার মনে হয় উৎসবের আমেজটা থাকবে। যখন কাজগুলো রিলিজ হবে তখন সেগুলো নিয়ে আবার আলোচনা-সমালোচনা হবে। তাই দর্শকদের এখনই হতাশ হবার কিছু নেই।’
তৌসিফ মাহবুব ও আইশা খান অভিনীত নাটক ‘ব্যথার বাগান’
একই প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিনের ভাষ্য, ‘যেহেতু বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এখানে শবে-বরাত অনেক বড় একটা ফ্যাক্টর। এবার একই দিনে ভ্যালেন্টাইন ও শবে-বরাত হবার কারণে নাটকগুলোর মুক্তি পিছিয়েছে। তা নাহলে ওইদিনই অনেকগুলো কাজ রিলিজ হতো। আর আমার কাছে মনে হয় কনটেন্ট ভালো হলে রিলিজের পর অটোমেটিকই উৎসব তৈরি হয়ে যায়।’
একইসঙ্গে অনেকগুলো নাটক রিলিজ হলে তখন দর্শকদের মধ্যে একটা উৎসব উৎসব আমেজ অনুভব হয়। কিন্তু এবার সেরকম না হবার কারণেই এবারের উৎসবটি জমে উঠেনি বলে মনে করছেন নাট্য নির্মাতা মহিদুল মুহিম।
তটিনী-ইয়াশ রোহান জুটির নাটক ‘তোমায় পাবো কি?’
তিনি বলেন, ‘এবার তো অন্যান্য বারের মতো অনেক কনটেন্ট নেই। আর যেগুলো আছে সেগুলো স্পন্সর জটিলতায় মুক্তি দিতে পারছে না। যার কারণে একইসঙ্গে অনেক নাটক মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। যেগুলো সম্ভব হচ্ছে তাও বিক্ষিপ্তভাবে রিলিজ হতে যাচ্ছে। এই বিক্ষিপ্তভাবে হবার কারণেই উৎসবের আমেজটা অনুভব হচ্ছে না। কনটেন্টগুলো রিলিজ হলে তখন হয়তো কনটেন্টের জোরে সেটি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হবে।’
দুর্ঘটনায় হাড় ভেঙেছে বিখ্যাত কে পপ তারকা ফিলিক্সের
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
কে–পপ তারকা ফিলিক্স
বিনোদন
গাড়ি দুর্ঘটনায় কে–পপ তারকা ফিলিক্সের একটি হাড় ভেঙে গেছে। শনিবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন স্ট্রে কিডস গ্রুপের এই সদস্য।
ফিলিক্সের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। গান থেকে আপাতত দূরে থাকছেন এই তারকা।
কে–পপ তারকা ফিলিক্স
এজেন্সি জানিয়েছে, স্ট্রে কিডসের ফ্যান মিটিং শেষে ফেরার পথে ইনচনের ইয়াংজং আইল্যান্ডের ইন্সপায়ার রিসোর্টস কমপ্লেক্সের কাছে একটি শাটল বাসের সঙ্গে ফিলিক্সের কারের সংঘর্ষ হয়।
জেওয়াইপি এন্টারটেইনমেন্ট লিখেছে, ‘দুর্ঘটনাটি খুব গুরুতর নয়। তবে তার হাতের হাড় ভেঙেছে। তাঁকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন।’
কে–পপ তারকা ফিলিক্স
ফলে সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকছেন ফিলিক্স। শুক্রবার থেকে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্রে কিডস। আজ রোববার আয়োজনের সমাপনী দিনে থাকতে পারছেন না ফিলিক্স।
প্রায় ১১ মাস পর কোনো ফ্যান মিটিং করছে স্ট্রে কিডস। সামনে লাতিন অ্যামেরিকা, জাপান, উত্তর আমেরিকা, ইউরোপে গ্রুপটির শো রয়েছে।
ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর কথা বলে যে কাণ্ড পরীমণির
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
পরীমণি । ছবি: ফেসবুক
বিনোদন
বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে ঢাকাই ছবির আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণির সময়। তবে প্রতিনিয়ত তিনি নানা কাণ্ড ঘটিয়ে চর্চায় থাকেন।
তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসের পরদিন অর্থাৎ গতকাল এক স্ট্যাটাসে তিনি জানান, রাতে লাইভে এসে তার 'ভ্যালেন্টাইন'-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন! নায়িকার সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। কারও প্রতিক্রিয়া, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। ফলে উৎসুক জনতা সেই লাইভ দেখার জন্য রাত জেগে অপেক্ষাও করলো।
দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে পরীমণির সময় । ছবি: ফেসবুক
ঘোষণা অনুযায়ি রাত ১০ টায় লাইভে আসেন পরীমণি। কিন্তু তিনি লাইভে যে কাণ্ড করলেন তা দেখে যারপরনাই হতাশ নেটিজেন। কেউ কেউ তো বিরক্তও হয়েছে। কারণ ভ্যালেন্টাইনের কথা বলে পরী তার নতুন অনলাইন শপ ‘বডি’র প্রচারণা করেছেন! যেখানে মূলত বাচ্চা ও গর্ভবতী মায়েদের পোশাক পাওয়া যাবে। পোশাকগুলো ডিজাইন করেছেন পরীর বহুদিনের ব্যক্তিগত ডিজাইনার রুহুল চৌধুরী।
পরীমণি বলেন, ‘‘বডি’ হচ্ছে এমন একটা প্রোজেক্ট, যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি। শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন; এত বেশি অ্যাপ্রেসিয়েট করেন—আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবিলা করেছি—সেগুলোকে অনেকটা সহজ করে দিবে ‘বডি’।’’
পরীমণি । ছবি: ফেসবুক
প্রসঙ্গত, সম্প্রতি চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাঁধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। পরী জানিয়েছেন, এ মাসেই তারা ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন।