সাইবার উত্ত্যক্তকারীদের শায়েস্তা করছেন সোনাক্ষী

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 13:53:17

ট্রলসের শিকার হয়ে কয়েক মাস আগে টুইটার থেকে বিদায় নিয়েছেন সোনাক্ষী সিনহা। বর্তমানে বলিউডের এই অভিনেত্রী কাজ করছেন সাইবার সুরক্ষা এবং অনলাইন হয়রানির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নিয়ে।

৩৩ বছর বয়সী এই অভিনেত্রী সাইবার উত্ত্যক্তকারীদের শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগেছেন।

টুইটার থেকে বিদায় নেওয়ার পরও যখন প্রতিনিয়ত ইনস্টাগ্রামে নির্যাতন এবং হুমকির মুখোমুখি হয়েছিল সোনাক্ষী, তখন সাইবার বাপ থেকে মিশন জোশ এবং রিতেশ ভাটিয়া হয়রানকারীদের শনাক্ত করতে সহায়তা করেছিল। পরে সোনাক্ষীর টিমের সদস্যরা মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলো দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। তারই ভিত্তিকে ছয় দিন আগে অওরাঙ্গাবাদ থেকে শশীকান্ত জাভেদ নামে ২৭ বছর বয়সী একজনকে আটক করেছেন পুলিশ।

সোনাক্ষী সিনহা

এই তথ্য জানার পরই সোনাক্ষি বলেন, “তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়া এবং এতটা সমর্থনকারী হওয়ার জন্য মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে আমি কৃতজ্ঞ। আমি এই পদক্ষেপ নিয়েছি এই ভেবে হয়তো আমার দেখাদেখি বাকিরাও অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাবে। এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত।”

এ সম্পর্কিত আরও খবর