ফজলুর রহমান বাবুর একটি মনে থেকে যাওয়া গান এই ইন্দুবালা।
এটিই নাম হলো এবার, নতুন একটি সিনেমার।
জয় সরকার এর নির্মাতা।
গল্প লেখক অভিনেতা মাসুম আজিজ।
নির্মাতা বলছেন-
‘ইন্দুবালা’ গান থেকে কেবল নামটিই নেয়া হয়েছে। সিনেমার গল্প আলাদা। এটি আমার প্রথম সিনেমা, তাই গল্পসহ সবকিছুতেই অনেক সময় নিয়ে কাজ করছি। ভালো একটি সিনেমার প্রত্যাশা করছি।
এছাড়াও কাজ করবেন তুখোড় কয়েকজন অভিনয়শিল্পী।
পায়েল নবাগতা।
অভিষেক হচ্ছে তার।
বলছেন-
অভিনয় নির্ভর গল্পের ছবি এটি। এমন ছবিতে অভিনয়ের অনেক জায়গা থাকে। এতে অনেক বড় বড় অভিনেতারা কাজ করবেন। তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতাও হবে। এমন ছবিতে কাজ করতে পারাটা একজন অভিনেত্রীর ক্যারিয়ারের দারুণ এক সাফল্য।
পায়েল বিষয়ে মিলন বলছেন-
ছবির গল্প অন্য রকম। আর গল্পের প্রয়োজনেই নতুন একজন মেয়েকে নেওয়া হয়েছে।
গ্রামের একজন মুসলিম ছেলে মিলন। কাজ করেন প্রভাবশালী এক হিন্দু বাড়িতে। এক পর্যায় ওই বাড়ির মেয়েকে খুব ভালোবাসে ফেলেন। কিন্তু মেয়েটি তার ভালোবাসা বুঝতে পারেন না।
নভেম্বরের প্রথম সপ্তাহে ‘ইন্দুবালা’র শুটিং শুরু হবে জয়পুরহাটে।
টানা শুটিংয়ে শেষ হবে পুরো কাজ।
সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বৈশাখে।
প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া।