বিশ্বের অন্যতম সম্মানজনক উৎসবে লড়বে জয়ার সিনেমা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে বড় পর্দায় আসছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এর মধ্যে আরেকটি সুখবর দিলেন তিনি। এবার বিশ্বের অন্যতম সম্মানজনক ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার আরেক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে। শুধু তাই নয়, সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিতও হয়েছে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন। চরিত্রটি করা আমার জন্য আনন্দের ছিল।'

বিজ্ঞাপন
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় জয়া আহসান । ছবি: অভিনেত্রীর সৌজন্যে

ছবিটি রটারড্যাম উৎসবে নির্বাচিত হওয়া নিয়ে জয়া বলেন, ‘ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই গুরুত্বপূর্ণ উৎসবে। আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবির নির্মাণে। তাদের জানাই আমার কুর্নিশ।’

পরিচালক সুমন মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন
শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক সুমন মুখোপাধ্যায় । ছবি: অভিনেত্রীর সৌজন্যে

আগামী ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে উৎসবের মূল আসর। কবে ছবিটির প্রিমিয়ার হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে। ২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল। আগামী মে মাসে ছবিটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে। 

অন্যদিকে, আসছে ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘নকশী কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতিসহ অনেকে।

‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় রওনক হাসান ও জয়া আহসান

দেশের প্রেক্ষাগৃহে সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়।