বড় পর্দায় অভিষিক্ত হন ২০১৪ সালে।
প্রথম চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’।
লম্বা একটা শ্বাস নিলেন তিনি।
বড় পর্দায় বেশ লম্বা বিরতি।
ছোট পর্দায় অবশ্য নিয়মিতই ছিলেন।
বিরতি কাটার সময় হলো এবার।
তিনি বলছেন-
সবকিছুই চূড়ান্ত। তবে চুক্তিপত্রে এখনও স্বাক্ষর করা হয়নি। এমন একটি চরিত্রে কাজ করতে পারবো তা কখনও ভাবিনি। এই জন্যই ছবিটি ঘিরে আমার আগ্রহ।
চরিত্রটি কেমন আসলে?
যেটি কিনা প্রসূন কখনও ভাবেননি!
হালকা ইঙ্গিত মেলে তার কথাতেই।
প্রসূন বলছেন-
প্রচুর নেগেটিভিটি থাকলেও এটি পজিটিভ একটি চরিত্র।
নির্মাতা আরিফ রাসেল।
কিছুদিনের মধ্যেই এর শুটিং শুরু হবে, চাঁদপুরে।