ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবির নায়িকা তিনি।
দীর্ঘদিন ছিলেন না এ পাড়ায়।
কলকাতায় ছিলেন।
বসবাস করছেন সেখানে, স্থায়ীভাবে।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলছেন-
চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষ ঢাকা এসেছেন। তিনি একজন গুণী এবং কিংবদন্তী অভিনেত্রী। ঢাকাই চলচ্চিত্রে এখনো তার মতো গুণী অভিনেত্রীর প্রয়োজন আছে।
শোনা যাচ্ছে-
এই সফরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে অঞ্জু ঘোষের। নতুন কোনও ছবিতে অভিনয়ের ঘোষণাও আসতে পারে। এমনকী ঢাকাই চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন।
জায়েদ খান জানাচ্ছেন-
রবিবার অঞ্জু ঘোষ এফডিসিতে আসবেন। সেখানে আমরা তাকে সংবর্ধনা দেব।
১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অঞ্জু ঘোষ অভিনয় করেছেন চট্টগ্রামের মঞ্চনাটকে।
১৯৮২ সালে ‘সওদাগর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসা এই নায়িকা দেশ ছাড়েন ১৯৯৬ সালে।
কিন্তু তার আগে, ১৯৮৯ সালে রাতারাতি জনপ্রিয়তা চলে আসে অঞ্জুর, বেদের মেয়ে জোসনা’র মাধ্যমে।