ছাড়পত্র পেলো ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদ্বয়’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:29:52

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদ্বয়’ সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। গবেষণা, চিত্রনাট্য, আবহ-সংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

২ ঘণ্টা ২৭ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব, জাতীয় রাজনীতিতে পদার্পণ, উত্থান, স্বাধিকার ও অভ্যুত্থান, ঐতিহাসিক নির্বাচ, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব।

প্রামাণ্যচিত্রের ভাষ্যপাঠ করেছেন সৈয়দ হাসান ইমাম, মঞ্চসারথী আতাউর রহমান, আব্দুস সবুর খান চৌধুরী, লায়লা হাসান, সৈয়দ ইসমাত তোহা, রমিজ রাজু, রেজাউল করিম সিদ্দিক, ড. লিখন রহমান ও সৈয়দ সাবাব আলী আরজু।

করোনা পরিস্থিতি কাটিয়ে সিনেমা হল খুললে মুক্তি দেওয়া হবে প্রামাণ্যচিত্রটি।

এ সম্পর্কিত আরও খবর