‘মানি মেশিন’ নিয়ে আসছেন রাজ

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 11:23:53

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে এবার নির্মিত হচ্ছে ওয়েব কনটেন্ট ‘মানি মেশিন’। এটি পরিচালনা করবেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার আরটিভি কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চুক্তিতে স্বাক্ষর করেন ।

‘মানি মেশিন’ লিখেছেন মারুফ রেহমান। এতে অভিনয় করবেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মণিরা আক্তার মিঠু, শাকিরা সাবা, ফখরুল বাশার, মিলি বাশার, হারুন রশিদসহ অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “সম্পূর্ণ ভিন্নধর্মী ‘ওয়েব কনটেন্ট’। ভরপুর সাসপেন্স আছে। এতে পারিবারিক গল্প আছে। আশা করি দর্শক এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।”

এ সম্পর্কিত আরও খবর