প্রথম নাটকেই মালাইকার সাবলিল অভিনয়ের প্রশংসা
গত ২০ ডিসেম্বর বড়পর্দায় অভিষেক হয় দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। একইদিনে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় তার ছোট বোন মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’!
এবার সেই নাটকটি এলো ইউটিউবে! বৃহস্পতিবার বিকেলে নাটকটি সিনেমা ওয়ালার ইউটিউবে মুক্তি হয়েছে। মাত্র ২০ ঘণ্টায় ২ মিলিয়নের বেশি দর্শক নাটকটি দেখেছে, সেই সঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘সন্ধিক্ষণ’-কে ইউটিউব ট্রেন্ডিংয়ের সাতে দেখা যাচ্ছে। নাটকটি দেখে মন্তব্য করেছেন প্রায় সাত হাজার দর্শক।
মেহজাবীনের বোন হিসেবে নাটকে অভিষেকের খবর প্রকাশ্যে আসার পর সবার নজর ছিল মালাইকার দিকে। তিনি কেমন অভিনয় করবেন, আদৌ ঠিকঠাক পারবেন কিনা এ নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল দর্শকের মনে। তবে ‘সন্ধিক্ষণ’ মুক্তির পর সেই সন্দেহ কেটে গেছে। প্রথম নাটকেই সাবলিল অভিনয় করেছেন মালাইকা। তাই তার অভিনয়ের প্রশংসা করতে কার্পণ্য করেনি নেটিজেন।
দর্শক বলছে, অভিষেক হিসেবে মালাইকা লেটার মার্কস পেয়েছেন। অনেকেই বলেছেন, মালাইকার চেহারা ও ভয়েসে মেহজাবীনকে খুঁজে পেয়েছেন।
আল মামুন লিখেছেন, ‘মালাইকা নতুন হিসেবে অসাধারণ অভিনয় করেছে।’ মমতাজ খন্দকার নামে একজন লিখেছেন, ‘বোন হিসেবে মনে হয়েছে মেহজাবীনের সাথে ৯৫%-ই মিলে যায়।’ টুম্বা আক্তার লিখেছেন, ‘সন্ধিক্ষণ অসাধারণ হয়েছে। মালাইকার প্রথম অভিনয় দিয়েই বাজিমাৎ করেছে।’ অর্ণব আহমেদ লিখেছেন, ‘চোখ বন্ধ করে মালাইকার ভয়েস শুনলে মনে হচ্ছে এটা মেহজাবিনের ভয়েস। দুই বোনের ভয়েস হুবহু একই লাগছে। মালাইকার জন্য শুভকামনা থাকলো সে যেন আমাদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারে।’
মালাইকা চৌধুরীর সঙ্গে ‘সন্ধিক্ষণ’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।