পোড়ামন-২, নির্মাতা রায়হান রাফির সিনেমা।
এর কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-পূজা।
মুক্তি পেয়েছে গত রোজার ঈদে।
এখনও চলছে তুমুলভাবে।
দুপুরের দিকে রাজধানীর শ্যামলী সিনেমা হলে ঘুরতে গিয়ে বুঝা যায়-
দর্শকের কাছে ঈদ-উল-আযহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর চেয়েও এখনও অধিক জনপ্রিয় পোড়ামন-২। এটি এখনও পর্যন্ত বছরের সেরা বাম্পার হিট সিনেমা।
হল কতৃপক্ষ থেকে জানানো হয়-
দুপুরের শো’তেই বেশ ভরপুর লোকজন। বিকেলের শো’তে এই সংখ্যা আরও বাড়বে। যেহেতু ছুটির দিন, হাউজফুল যাবে প্রায় সবক’টি শো।
রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সিনেমা হলগুলোরও প্রায় একই অবস্থা।
পোড়ামন-২ দেখার মতো দর্শকের সংখ্যা এখনও অনেক।
দর্শক চাহিদার ফলে ১৩তম সপ্তাহে এসেও হল মালিকদের আগ্রহ কমছে না।
এটি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জন্য সুখবরই বটে।
অনেক হলেই এখনও দেখা যাচ্ছে পোড়ামন-২।
আরও কত সপ্তাহ ধরে চলে, সেটাই এখন দেখার পালা।
উল্লেখযোগ্য হলগুলোর তালিকাঃ
- স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি
- শ্যামলী সিনেমা – ঢাকা
- মধুমিতা – ঢাকা
- গীত – ঢাকা
- শাহীন - ঢাকা
- এশিয়া – ঢাকা
- পূরবী – ঢাকা
- সিলভার স্কিন – চট্টগ্রাম
- মনিহার – যশোর
- কেয়া - টাংগাইল
- নন্দিতা – গাজীপুর
- শাপলা – শ্রীপুর
- অন্তরা – ফুলবাড়িয়া
- এশিয়া – মেলান্দহ
- সিনেমাপ্লেস – চট্টগ্রাম
- মনিহার – মাধবপুর
- পালকী – চান্দিনা
- পূর্ণিমা – কোম্পানীগঞ্জ
পোড়ামন-২ সিনেমার সুজন-পরী আপাতত দর্শকের মুখেমুখে।
তারা খুব উপভোগ করছেন সিয়াম-পূজার রসায়ন।
বিশ্বের আরও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিদের জন্যও দেখার সুযোগ থাকছে এই সিনেমাটি।
দেশীয় সিনেমা হল ছাড়াও এটি ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে বিশ্বের ১৪টি দেশের বিভিন্ন স্থানে।
এই প্রদর্শনী চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
যারা কাজ করেছেন এই সিনেমায়ঃ
- সিয়াম আহমেদ - সুজন শাহ
- পূজা চেরি - পরী
- বাপ্পারাজ - সুজনের বড় ভাই
- ফজলুর রহমান বাবু - কফিল
- নাদের চৌধুরী - তালুকদার
- সাঈদ বাবু - মোকসেদ
- আনোয়ারা - পরীর দাদী
- রেবেকা রউফ - পরীর মা
- চিকন আলী - কাঠি
- পিয়াল - বস্তা
- সামির - কিশোর সুজন
- নমনী - কিশোরী পরী
আরও পড়ুনঃ
ওয়েলকাম ব্যাক বেদের মেয়ে
‘শাকিব খানের সময়জ্ঞান দেখে সত্যিই বিস্মিত হয়েছি’
নন্দিতার ‘মান্টো’ এ মাসেই