যে নয় শর্তে জামিন দেওয়া হয়েছে রিয়াকে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 11:01:01

প্রায় এক মাস জেলে থাকার পর জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার (০৭ অক্টোবর) রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করে মুম্বাই  হাইকোর্ট।

গত ৯ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগে রিয়াকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

গ্রেফতারের কিছুদিন পর জামিনের আবেদন জানিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে। সেখানে গত ২৯ সেপ্টেম্বর অভিনেত্রীর জামিনের আবেদনের রায়দান রিজার্ভ রাখে হাইকোর্ট। সেই সংরক্ষিত রায় আজ ঘোষণা করা হল।

তবে রিয়া জামিন পেলেও জামিন পাননি তার ভাই সৌভিক চক্রবর্তী। সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্তের জামিন মঞ্জুর করেছে মুম্বাই হাইকোর্ট।

এদিকে, রিয়ার জামিন মঞ্জুর করলেও তাকে দেওয়া হয়েছে নয়টি শর্ত। এগুলো হলো-

১. জমা রাখা হয়েছে রিয়া চক্রবর্তীর পাসপোর্ট।

২. মুম্বাই পুলিশের কাছে আগামী ১০ দিনের জন্য প্রতিদিন হাজিরা দিতে হবে রিয়া চক্রবর্তীকে।

৩. এক লাখ রুপির বন্ডে রিয়ার জামিন দেওয়া হয়েছে।

৪. বিদেশ ভ্রমণ করতে পারবেন না রিয়া।

৫. অন্য কোনও সাক্ষীর সাথে সাক্ষাৎ করতে পারবেন না।

৬. মুম্বাইয়ের বাইরে যেতে চাইলে অবশ্যই তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করতে হবে। একইসঙ্গে গন্তব্যের বিবরণ অগ্রিম জানাতে হবে।

৭. আগামী ছয় মাস প্রতি মাসের প্রথম সোমবার তদন্ত সংস্থার কাছে হাজিরা দিতে হবে রিয়াকে।

৮. কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া আদালতের প্রতিটি শুনানিতে হাজির থাকতে হবে।

৯. মামলার তদন্ত কিংবা কোনো তথ্যপ্রমাণ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা যাবে না।

এ সম্পর্কিত আরও খবর