সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে সাইবার সিকিউরিটি প্রদানকারী সংস্থা ম্যাকাফি। যেখানে টাবু, তাপসী পান্নু ও আনুশকা শর্মাকে ভারতের সবচেয়ে ‘বিপজ্জনক তারকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ম্যাকাফির সমীক্ষায় শীর্ষে রয়েছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটি। দ্বিতীয় স্থানে রয়েছেন টাবু। তৃতীয় এবং চতুর্থ স্থানে তাপসী পান্নু এবং আনুশকা শর্মা।
‘বিপজ্জনক তারকা’র তালিকায় সোনাক্ষী সিনহার নাম পঞ্চম স্থানে। ষষ্ঠতে সারা আলি খান। বলিউড বাদশা শাহরুখ খান রয়েছেন দশম স্থানে।
এর আগে অর্থাৎ নবম স্থানে রয়েছেন হিন্দি টেলিভিশন তারকা দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া।
কেন এই তারকারা বিপজ্জনক? এ প্রসঙ্গে ভারতে সংস্থার দায়িত্বে থাকা ভেঙ্কট কৃষ্ণাপুর জানান, সাইবার অপরাধীরা সাধারণত জনপ্রিয় সিনেমা, টিভি শো, খেলার ভিডিও কিংবা তারকাদের ফাঁস হয়ে যাওয়া ভিডিওর সন্ধানে থাকেন। যখনই ভার্চুয়াল জগতের কোনও নাগরিক বিনামূল্যে এই সমস্ত তথ্য পাওয়ার চেষ্টা করেন, তখনই নিজেদের সাইবার সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দেন। ফলে হ্যাকারদের কাছে তাকে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। আর নেটদুনিয়ায় এই সমস্ত তারকাদের সিনেমা, পোস্ট, লিকড ভিডিওর খোঁজ খুবই বেশি পরিমাণে হয়ে থাকে, যাকে টোপ হিসেবে সাইবার অপরাধীরা ব্যবহার করে। আর সেই ভিত্তিতেই এই সমীক্ষাটি করা হয়।