আনন্দবাজারের খবরটি সম্পূর্ণ বানোয়াট: অপূর্ব

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিয়াউল ফারুক অপূর্ব । ছবি: ফেসবুক

জিয়াউল ফারুক অপূর্ব । ছবি: ফেসবুক

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। গতকাল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে এই অভিনেতার। বড়দিন উপলক্ষ্যে কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘চালচিত্র’। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল কলকাতায় গিয়ে প্রিমিয়ার শোতে অংশ নেবেন তিনি। কিন্তু ভিসা পেয়েও ভারতে যাননি এই অভিনেতা!

 ‘চালচিত্র’ সিনেমায় অপূর্ব । ছবি: ফেসবুক

অপূর্বর ভারতে না যেতে পারার বিষয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বলা হয়েছে, বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ভারতে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল। সেই সময়ও নিজের সিনেমার মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এবার অপূর্বর ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি।

বিজ্ঞাপন
 জিয়াউল ফারুক অপূর্ব । ছবি: ফেসবুক

সেই খবরে আরও বলা হয়, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক ঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।

অপূর্ব ছাড়াও বাংলাদেশে অভিনেত্রী পরীমণির একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা হচ্ছে ওপার বাংলায়। সিনেমার শুটিং শেষ, মুক্তির সময় পরীমণিও কি আসতে পারবেন ভারতে! সেই নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, এক সপ্তাহ আগে ভারতের সংবাদমাধ্যমে খবর রটে গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি উড়িয়ে দেন। জানান, ‘খবরটি ভিত্তিহীন। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’

 জিয়াউল ফারুক অপূর্ব । ছবি: ফেসবুক

ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে এবার অপূর্বকে নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি। তবে তার খবরটিও ভিত্তিহীন জানিয়ে অভিনেতা অপূর্ব বলেন, ‘এই খবরের সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এই মুহূর্তে শুটিং সেট থেকে কথা বলছি। এই প্রসঙ্গে তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট।’

 জিয়াউল ফারুক অপূর্ব । ছবি: ফেসবুক