আলোচিত দুই ছবি নিয়ে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:54:58

দীর্ঘ অচলাবস্তার পর আবার সরব হয়ে উঠছে সিনেমাপ্রেমী দর্শকদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। মহামারি কোভিড-১৯ এর কারণে প্রায় সাত মাস বন্ধ ছিলো জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে পুরোদমে চালু হচ্ছে তাদের সবগুলো শাখা। এদিন একসঙ্গে হলিউডের দু’টি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’। ছবিগুলো জন্য রীতিমত মুখিয়ে ছিলেন দর্শকরা। করোনাভাইরাসের কারণে দু’টি ছবিরই মুক্তি আটকে যায়।

সম্প্রতি মুক্তি পাওয়ার পর দর্শকদের বেশ ভালো সাড়া লক্ষ্য করা যায়। বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক দর্শক সিনেমা হলে ভিড় করে। এবার বাংলাদেশের দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেওয়াকে উৎসাহিত করছে তারা।

প্রত্যাশা ছাড়িয়ে ‘টেনেট’
করোনা পপরিস্থিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্রমান্বয়ে সচল হতে শুরু করেছে সিনেমা হল। দর্শক উপিস্থিতি নিয়ে সংশয় থাকলেও ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ তা অনেকটা ভুল প্রমাণ করেছে। ধারণা করা হয়েছিল প্রথম উইকেন্ডে ছবির আয় ৪ কোটি ডলারের মতো হতে পারে। কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ৫.৩ কোটি ডলার। ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটির এ যাবৎ আয় দাঁড়িয়েছে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। মহামারির কারণে ইউরোপ, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ ৪১টি অঞ্চলে মুক্তি পেয়েছে ‘টেনেট’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। এ ছাড়া তারকাবহুল ছবিটিতে আরো দেখা যাবে রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, মার্টিন ডনোভান, অ্যারনে টেইলন জনসন, মাইকেল কেইন, কেনেথ ব্রানার মতো অভিনেতাদের। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ভারতীয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।

ডিজনির নতুন লাইভ অ্যাকশন ‘মুলান’
ডিজনি প্রিন্সেস মুলানের কথা মনে আছে কমবেশি সবারই। বই পড়ে কিংবা ১৯৯৮ সালে নির্মিত অ্যানিমেটেড ছবি ‘মুলান’ দেখেই হোক না কেন তীক্ষ বুদ্ধিমত্তা আর অকুতোভয় চরিত্রটির কথা ভুলে যাওয়ার কথা নয়। এবার পর্দায় আসছে ডিজনি নির্মিত পুরনো সেই অ্যানিমেটেড ‘মুলান’-এর লাইভ অ্যাকশন ছবি। ‘মুলান’ নামেই আসছে এটি। বছরের অন্যতম আকর্ষণীয় এ ছবি মুক্তি পাওয়ার কথা ছিলো গেল মার্চে। কিন্তু কোভিড-১৯ এর কারণে আটকে যায়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০ সেপ্টেম্বর ডিজনির ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পায় ছবিটি।লাইভ অ্যাকশন চলচ্চিত্রটির পরিচালনায় আছেন নিকি কারো। হুয়া মুলানের চরিত্রে রূপ দিচ্ছেন লিউ ইফিই।

এ সম্পর্কিত আরও খবর